× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুতুবদিয়ায় গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের সংবর্ধনা

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ২১:০৫ পিএম

ছাদখোলা গাড়ির বহরে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

ছাদখোলা গাড়ির বহরে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার জেলার কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়রা কুতুবদিয়া পৌঁছালে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের বরণের জন্য ছাদখোলা গাড়ির ব্যবস্থা করা হয়। ছাদখোলা গাড়ির বহর নিয়ে ট্রপিসহ খেলোয়াড়রা কুতুবদিয়া ঘুরে বেড়ান।

ছাদখোলা গাড়ির বহর যখন যাচ্ছিল, তখন রাস্তার দুপাশে জনতা তাদের হাততালি দিয়ে অভিবাদন জানান। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তি, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় খেলোয়াড়, কোচ ও শিক্ষকেরা হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। সবাই তখন খুব উৎফুল্ল ছিল।

কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন, ‘জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর উপজেলা প্রশাসনের পাশাপাশি কুতুবদিয়াবাসী আমাদের এভাবে সংবর্ধনা দিয়ে সম্মানিত করবে আমরা চিন্তা করিনি। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার মতো এই বিজয় কুতুবদিয়াবাসীকে উৎসর্গ করলাম।’

ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ‘কুতুবদিয়ার মতো একটি দ্বীপ থেকে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া গৌরবের বিষয়। শিগগির কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের রাজকীয় সংবর্ধনার দেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা