× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২০:০৫ পিএম

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার রোনাল্ড ড্র্যাপার আর নেই। গতকাল শুক্রবার গেবেখায় তিনি মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। ড্র্যাপারের বয়স হয়েছিল ৯৮ বছর ৬৬ দিন। তিনি ছিলেন জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার।

ড্র্যাপার ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান। মাঝেমধ্যে কিপিংও করতেন তিনি। ১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি দুটি টেস্ট খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিন ইনিংস মিলিয়ে ২৫ রানের বেশি করতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে অবশ্য বেশ সফল ছিলেন তিনি।

৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১.৬৪ গড়ে করেন ৩ হাজার ২৯০ রান। সেঞ্চুরি ও ফিফটি সমান ১১টি করে। এর মধ্যে চারটি সেঞ্চুরি করেন ম্যাচের প্রথম দিন লাঞ্চের আগে। ১৯৪৫-৪৬ মৌসুমে ১৯তম জন্মদিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি ইস্টার্ন প্রভিন্সের হয়ে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে।

ড্র্যাপারের মৃত্যুর পর বিশ্বের জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার এখন নিল হার্ভে। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের বয়স এখন ৯৬ বছর ১৪৪ দিন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা