মেয়েদের ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৯:১৫ পিএম
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এই জয়ে লিগে গুলশান ইয়ুথ ক্লাবের সমান পাঁচ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে উঠে এসেছে বিকেএসপি। দিনের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ৫২ রানে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড।
ইউল্যাব
মাঠে শনিবার মুখোমুখি হয়েছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও বিকেএসপি। টস হেরে আগে
ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৩ রান করে বিকেএসপি। লক্ষ্য
তাড়ায় টপ অর্ডারে ভালো শুরুর পরেও ৪৯ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় খেলাঘর। অলরাউন্ড নৈপুণ্যে
ম্যাচসেরা হন বিকেএসপির ফারজানা ইয়াসমিন। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৩৭ রানের পর বল
হাতে ২ উইকেট শিকার করেন তিনি।
বসুন্ধরা
স্পোর্টস কমপ্লেক্সে দিনের আরেক ম্যাচে মিষ্টি রাণী সাহার অলরাউন্ড নৈপুণ্যের (৮০ রান
ও ৩ উইকেট) পরেও আবাহনীর কাছে হেরেছে কলাবাগান ক্রীড়া চক্র। টস জিতে আগে ব্যাটিংয়ে
নামা আবাহনী অধিনায়ক ফারজানা হক পিংকির (৫৯) ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২৪
রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় কলাবাগান। ব্যাট হাতে
৩১ রান ও বোলিংয়ে ১ উইকেট শিকার করে ম্যাচসেরা হন স্বর্ণা আক্তার।