প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৯:০৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ১৯:১৬ পিএম
ওয়ানডে ক্রিকেটকে এখনও বিদায় বলেননি সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের পর নানা কারণে দলেও নেই। তবে অবসরের আগেই সাবেকদের দলে ঢুকে পরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ক্রিকেট ছেড়ে দেওয়া তারকাদের নিয়ে আয়োজিত হবে এশিয়ার লিজেন্ডস লিগ টি-টোয়েন্টি। সেখানেই দেখা যাবে সাকিবকে।
তবে লাল-সবুজের জার্সিতে নয়, সাকিব লড়বেন বাংলাদেশের একটি দলের বিপক্ষে। ভারতে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স নামে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম ইকবাল ও নাঈম ইসলাম। তাদের বিপক্ষেই দেখা যেতে পারে সাকিবকে।
সোমবার শুরু হতে যাওয়া আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তার দলে দেখা যাবে বাংলাদেশেরই আরেক ক্রিকেটার অলক কাপালিকে। স্টারসে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া ও আফগানিস্তানের হামিদ হাসানকে।???? ???????????????????????????????? ????
— Sportskeeda (@Sportskeeda) February 28, 2025
Shakib Al Hasan is set to feature for the Asian Stars in the MPMSC Asian Legends League T20 - 2025! ????
The legendary all-rounder initially wanted to represent the Bangladesh Tigers, but the Asian Stars moved swiftly to secure his services for the upcoming… pic.twitter.com/celQCzEwUG
সবকিছু ঠিক থাকলে মাঠেই দেখা হতে পারে সাকিব-তামিমের। বুধবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এরআগে আরেকটি ম্যাচ খেলবে তামিম-আশরাফুলদের দল। ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স।