× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেকদের দলে সাকিব, খেলবেন তামিমদের বিপক্ষে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ১৯:১৬ পিএম

সাবেকদের দলে সাকিব, খেলবেন তামিমদের বিপক্ষে

ওয়ানডে ক্রিকেটকে এখনও বিদায় বলেননি সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের পর নানা কারণে দলেও নেই। তবে অবসরের আগেই সাবেকদের দলে ঢুকে পরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।  ক্রিকেট ছেড়ে দেওয়া তারকাদের নিয়ে আয়োজিত হবে এশিয়ার লিজেন্ডস লিগ টি-টোয়েন্টি। সেখানেই দেখা যাবে সাকিবকে। 

তবে লাল-সবুজের জার্সিতে নয়, সাকিব লড়বেন বাংলাদেশের একটি দলের বিপক্ষে। ভারতে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স নামে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম ইকবাল ও নাঈম ইসলাম। তাদের বিপক্ষেই দেখা যেতে পারে সাকিবকে।

সোমবার শুরু হতে যাওয়া আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তার দলে দেখা যাবে বাংলাদেশেরই আরেক ক্রিকেটার অলক কাপালিকে। স্টারসে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া ও আফগানিস্তানের হামিদ হাসানকে।

সবকিছু ঠিক থাকলে মাঠেই দেখা হতে পারে সাকিব-তামিমের। বুধবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এরআগে আরেকটি ম্যাচ খেলবে তামিম-আশরাফুলদের দল। ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা