× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যবর্তী দলবদল

আবাহনীতে দুই বিদেশি, চমক কিংস শিবিরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ০৯:৫০ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ১০:৫২ এএম

সর্বশেষ মৌসুমে পুলিশ এফসিতে খেলে যাওয়া মোরিওকে দলে টেনেছে মোহামেডান। সংগৃহীত ছবি

সর্বশেষ মৌসুমে পুলিশ এফসিতে খেলে যাওয়া মোরিওকে দলে টেনেছে মোহামেডান। সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বিতীয় পর্ব সামনে রেখে দলবদল সেরে নিয়েছে ক্লাবগুলো। আক্রমণভাগের শক্তি বাড়াতে ভেনেজুয়েলার ফরোয়ার্ড এদুয়ার্দ মোরিওকে দলে ভিড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের যুব দলে খেলা হুয়ান লেসকানোকে দলে টেনে সাড়া জাগিয়েছে বসুন্ধরা কিংস। প্রথম পর্বে কোনো বিদেশি ছাড়া খেললেও দ্বিতীয় পর্বে দুই বিদেশি নিয়েছে ঢাকা আবাহনী।

শিরোপাধারী বসুন্ধরা কিংস দলে টেনেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান এদুয়ার্দো লেসকানো, ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক দাসিয়েল এলিস দস সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স এট্টিকে। এ তিনজনের মধ্যে লেসকানোর প্রোফাইল সবচেয়ে বেশি ভারী। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মতো বিখ্যাত ক্লাবের যুব দলে খেলেছেন তিনি।

ঘরোয়া লিগে এর আগে সাইফ স্পোর্টিং ও বসুন্ধরা কিংসে খেলার অভিজ্ঞতা ছিল আসরোর গফুরভের। উজবেকিস্তানের এ ডিফেন্ডারকে আবার ফিরিয়ে এনেছে টানা তিনবারের লিগ চ্যাম্পিয়নরা।

মোহামেডানের আক্রমণভাগের মূল শক্তি মূলত সুলেমান দিয়াবাতে। আক্রমণের শক্তি বাড়াতে মোরিওকে নিয়েছে বর্তমানে লিগ টেবিলে শীর্ষে থাকা দলটি। ২০২২-২৩ মৌসুমে পুলিশের জার্সিতে ১৮ ম্যাচে ৯টি গোল করেছিলেন ভেনেজুয়েলার এ ফরোয়ার্ড; আর ২০২৩-২৪ মৌসুমে ১৫ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন পাঁচবার।

লিগের প্রথম পর্বে স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলা আবাহনী দলের শক্তি বাড়িয়েছে দুই বিদেশিকে ভিড়িয়ে। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আকাশি-নীল জার্সিতে খেলে যাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভাকে ফিরিয়েছে তারা। এ মিডফিল্ডারের পাশাপাশি নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহ’র নিবন্ধন সেরেছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি।

লিগ টেবিলের তলানির দিকের থাকা চট্টগ্রাম আবাহনী মাঝমাঠের শক্তি বৃদ্ধি করেছে। প্যারাগুয়ের ২৭ বছর বয়সি ফুটবলার উইলসন মেদিনাকে নিবন্ধন করিয়েছে তারা।

দশম রাউন্ড শেষে লিগ টেবিলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ২৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। মুকুট ধরে রাখার লড়াই থেকে বেশ পিছিয়ে পড়া কিংস ২০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের কারণে লিগের বিরতি চলছে। ২৫ মার্চ বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পর লিগ ফের শুরু হবে এপ্রিলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা