প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০০ পিএম
শুক্রবার আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এক ঘণ্টার অনুশীলন করে বাংলাদেশ। ছবি : বাফুফে
দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে আফঈদা খন্দকাররা। আগামীকাল দ্বিতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে মেয়েরা। আগের ম্যাচে হারলেও এই ম্যাচে জয়ে ফোকাস অতিথিদের। তবে সাফজয়ী বিদ্রোহী ১৮ ফুটবলার ছাড়া এই ম্যাচেও কেমন ফল করে পিটার বাটলারের ‘নতুন বাংলাদেশ’ সেটাই দেখার বিষয়। যদিও কোচ থেকে খেলোয়াড়, সবার কণ্ঠেই একই সুর- হারলেও শিখছে বাংলাদেশ।
এটা এক প্রকার অনুমিতই ছিল, শীর্ষ পর্যায়ের সেরা ১৮ ফুটবলারকে ছাড়া আরব আমিরাতের বিপক্ষে জেতাটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে হয়েছেও তাই, তবে বাটলার জানিয়েছেন এই ম্যাচে হারলেও ক্ষতি নেই, তার শিষ্যরা এর ফল পাবে ভবিষ্যতে। বিশেষ করে সামনের সাফে ভালো ফল করতে পারবে বলে বিশ্বাস ব্রিটিশ কোচের। আপাতত তরুণ ফুটবলারদের গড়ার দিকে মনোযোগী তিনি। কোচের কথা মতো মেয়েরাও দ্রুত শিখছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন ফুটবলার।
শুক্রবার আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এক ঘণ্টার অনুশীলন করে বাংলাদেশ। যেখানে ছিল ম্যাচ কৌশল, সেট-পিস অনুশীলন এবং দলীয় সমন্বয়ের ওপর জোর দেওয়ার বিষয়টি। এছাড়া কোচিং স্টাফরা খেলোয়াড়দের পরবর্তী ম্যাচের জন্য বিভিন্ন কৌশলগত দিক নিয়ে কাজ করিয়েছেন। অনুশীলন শেষে দলের মিডফিল্ডার স্বপ্না রানী মন্ডল বলেছেন, ‘প্রথম ম্যাচ যেহেতু ওদের (আমিরাত) সম্পর্কে আমাদের অনেক কিছুই জানা ছিল না, তো ওই ম্যাচে আমরা কোথায় কোথায় ভুল করেছি, সেসব নিয়ে কোচ আমাদের বলেছেন, আমরা ভুল থেকে শিখেছি। মিটিংয়ে কোচ আমাদের এসব বিষয় ব্রিফ করেছেন, বলেছেন যেন দ্বিতীয় ম্যাচে একই ভুল না করি।’
পরের ম্যাচে ভুল থেকে শিখে ভালো করতে চায় বাংলাদেশ। বিশেষভাবে স্বাগতিকদের বিপক্ষে জেতার কথাই বলেছেন স্বপ্না, ‘অবশ্যই লক্ষ্য থাকবে জেতা, জয় নিয়ে দেশে ফিরতে চাই।’
স্বপ্নার মতো একই সুর স্ট্রাইকার সুরভী আকন্দ প্রীতির কণ্ঠে। জানিয়েছেন তিনি এবং দল দ্রুতই শিখছেন। সেই সঙ্গে বাটলারের সঙ্গে তাদের অনুশীলন ভালো হচ্ছে বলেও জানিয়েছেন বয়সভিত্তিক পর্যায়ে আলো ছড়ানো সুরভী, ‘গত ম্যাচ থেকে অনেক কিছুই শিখতে পারছি, আজকের (শুক্রবার) অনুশীলনে কোচ আমাদের ধরিয়ে দিয়েছেন কোথায় আমাদের উন্নতি করতে হবে।’
এরপর আমিরাতের বিপক্ষে পরের ম্যাচের লক্ষ্য সম্পর্কে সুরভী বলেছেন, ‘লক্ষ্য হচ্ছে কোচ যেভাবে আমাদের খেলতে বলবে সেভাবেই আমরা খেলব।’ সুরভী অবশ্য আমিরাতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার ব্যাপারে ইচ্ছাপোষণ করেছেন, ‘শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, এটা আমাদের সামনে কাজে দেবে। ভবিষ্যতে যদি এমন ভালো দলের বিপক্ষে আরও ম্যাচ খেলতে পারি তবে আমাদের (খেলায়) ইম্প্রুভ হবে।’