× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভরাডুবির দায় নিয়ে দায়িত্ব ছাড়লেন বাটলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম

ভরাডুবির দায় নিয়ে দায়িত্ব ছাড়লেন বাটলার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ড। ট্রফির মিশন থেমেছে এক ম্যাচ আগেই। দলের এমন ভরাডুবির দায় নিয়ে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন জশ বাটলার। নেতৃত্ব ছাড়ার বিয়ষটি গতকাল শুক্রবার নিজেই জানিয়েছেন বাটলার।

করাচিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনি ইংলিশদের নেতৃত্ব দেবে। এরপরই তুলে রাখবে সাদা বলের ক্রিকেটে আর্মব্যান্ড। বাটলার বলেছেন, ‘ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব ছাড়ছি।’

নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে বাটলার জানিয়েছেন, এটাই সঠিক সময়। ইংলিশ অধিনায়কের ভাষায়, ‘আমার মতে এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্যও ভালো সিদ্ধান্ত। আশাকরি বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) নতুন কেউ এসে টিমকে সামনে এগিয়ে নেবে।’

ইয়ন মরগানের পর ২০২২ সালে সাদা বলের ক্রিকেটে দায়িত্ব নিয়েছিলেন বাটলার। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতেন। তবে সবশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে তার দল মুখ থুবড়ে পড়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দল শুরুতেই ছিটকে গেছে। দুদিন আগে আফগানিস্তানের কাছে হেরেছে ইংল্যান্ড। সব মিলিয়ে দায় নিয়েই দায়িত্ব ছেড়েছেন বাটলার।

ইংলিশদের নতুন নেতৃত্ব পেতে পারেন হ্যারি ব্রুক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বাটলারের ডেপুটি হিসেবে কাজ করেছিলেন। তবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা