প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ পিএম
আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (অনূর্ধ্ব-১৪) এশিয়া অঞ্চলের খেলায় আগে কখনও কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেই গেরো খুলে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। তাতে প্রথমবারের মতো আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের (অনূর্ধ্ব-১৪) চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে লাল-সবুজের জার্সিধারীরা।
বাহরাইনে অনুষ্ঠিত ২১ দলের প্রতিযোগিতার কোয়ার্টার
ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত বাংলাদেশ। এই জয়ের ফলে তারা
সেমিফাইনালে উঠেছে এবং চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে।
মূল আসরটি আগামী ৪ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। যা বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ
সম্পাদক ইশতিয়াক আহমেদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের সেরা সাফল্য অর্জন করে শীর্ষ আটে
প্রবেশ করে। রাকিন রহমান ৬-৩, ৬-১ গেমে নেপালের রোকেয়াকে এবং কাব্য গায়েন ৬-৩, ৬-৩
গেমে বিশ্ব বিশেসকে হারায়। দ্বৈতে বাংলাদেশের কাব্য ও আকাশ জুটি ৬-১, ৬-১ গেমে নেপালের
বিশ্ব বিশেস ও রিজাল প্রার্থীকে হারিয়ে জয় পায়।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আকাশ হোসেন ৫-৭, ০-৬ গেমে সৌদি আরবের হামজা
আল মনসুরির কাছে হেরেছে। কাব্য গায়েন ৬-৭, ৬-২, ৩-৬ গেমে সৌদি আরবের সারুজি আহমেদকে
হারায়। দ্বৈতে কাব্য গায়েন ও আকাশ হোসেন ৬-৩, ৩-৬, ১০-৭ গেমে সৌদি আরবের সারুজি আহমেদ
ও সুহিল আল ফারুকিকে হারিয়ে ২-১ ম্যাচে জয় তুলে নেয়। a শনিবার সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ
হংকং।