মেয়েদের ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। তবে ব্যাটে-বলে এখনও যে সালমা খাতুনের সামর্থ্য ফুরিয়ে যায়নি, সেটাই যেন প্রমাণ করলেন মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবকে ৯০ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মিরপুরে শুক্রবার আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে
যায় মোহামেডান। তবে মামুলি পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে গুলশানকে ২৬.২ ওভারে মাত্র
৬৭ রানে অলআউট করে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে চার ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট
টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। অন্যদিকে, পাঁচ ম্যাচে প্রথম পরাজয়ের
স্বাদ পেলেও শীর্ষস্থান ধরে রেখেছে গুলশান।
এদিন মোহামেডানের ব্যাটিং লাইনআপ যখন ধুঁকছিল, তখন সাত নম্বরে নেমে
অভিজ্ঞ সালমা খাতুন খেলেন ৫০ রানের দায়িত্বশীল ইনিংস। ৭৮ বলের ইনিংসে ছয়টি চারের মার
ছিল তার ব্যাটে। গুলশানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি। লক্ষ্য
তাড়ায় ১০ ওভারের মধ্যেই সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় গুলশান ইয়ুথ ক্রিকেট
ক্লাব। এক প্রান্ত আগলে রেখে রিতু মনি ২৮ রানে অপরাজিত থাকলেও বড় পরাজয় এড়াতে পারেননি।
মোহামেডানের হয়ে বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা নেন ৪ উইকেট।
অফ স্পিনে দুর্দান্ত বোলিং করা সালমা শিকার করেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠে
তার হাতেই।