× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ আয়োজন নিয়ে চাপে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬ পিএম

এশিয়া কাপ আয়োজন নিয়ে চাপে ভারত

এ বছরের সেপ্টেম্বরে বসতে যাচ্ছে এশিয়া কাপ। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চটি বসবে ভারতে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাগড়া দেওয়ার কথা মাথায় রেখে আগেভাগেই নড়েচড়ে বসতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে জানিয়েছে, ভারত থেকে আসরটি সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক থাকছে ভারতই। তবে ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কার নাম আলোচনায় রয়েছে।

এর আগেও ২০২৩ সালের এশিয়া কাপে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। এবারও একই পথে হাঁটতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এবারও সূচি এমনভাবে সাজানো হচ্ছে যাতে ভারত-পাকিস্তান একাধিকবার মুখোমুখি হতে পারে।

আসরে এবার প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে থাকছে ওমান, আরব আমিরাত ও হংকং। গ্রুপিং চূড়ান্ত না হলেও ভারত ও পাকিস্তান যে একই গ্রুপে থাকবে, তা প্রায় নিশ্চিত। 

প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে, যেখানে ভারত-পাকিস্তানের আরেকটি ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। সুপার ফোরে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা