প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ পিএম
শিরোপা ধরে রাখতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড; ছবি: আ. ই. আলীম
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিডিএল)। ১২ ক্লাবের পঞ্চাশ ওভারের ম্যাচের এই প্রতিযোগিতা আগামী ৩ মার্চ শুরু হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে অনুষ্ঠিত হবে এবারের আসরের খেলা।
আসন্ন টুর্নামেন্টের পাঁচ রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। আসরের প্রথম দিন মাঠে নামতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। অবশ্য পৃথক দুই মাঠে তারা প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে।
প্রথম দিনে মিরপুরের হোব অব ক্রিকেটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
পরদিন ৪ মার্চ বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৩ নম্বর মাঠে লড়াইয়ে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। আর মিরপুরে খেলবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। লিগের সবকটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
এবার লিগের ২৭টি ম্যাচ টি স্পোর্টস টিভির পর্দায় সরাসরি সম্প্রচার কবে। এ ছাড়া, টি-স্পোর্টস ডিজিটালে ৮৩ ম্যাচ পাওয়া যাবে।