× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফিতে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

আর একদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। এই সময়ে পাকিস্তান এবং দুবাইয়ে চলছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই আসরের সবগুলো ম্যাচ দিবা-রাত্রির। তাই গ্যালারিতে আসা দর্শকদের ইফতার করার একটা দুশ্চিন্তা থেকেই যায়। সেই দুশ্চিন্তা দূর করতে উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই থেকে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে, যা নির্ভর করবে আগের ম্যাচগুলোর ফলাফলের ওপর। ম্যাচের সংখ্যা যাই হোক না কেন, দর্শকদের বিনামূল্যে ইফতার বক্স বিতরণের ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসিবি জানিয়েছে, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রবিবার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচ দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা