প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৯ পিএম
ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি মিশনে যুক্ত হলো নতুন শঙ্কা। ইনজুরির কারণে চলমান এই আসর থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ইনজুরিতে পড়া কার্সের পুনর্বাসন শুরু করার কথাও জানিয়েছে তারা। একইসঙ্গে আইসিসির এই ইভেন্টে ডাক পাওয়া রেহানকে শুভকামনাও জানিয়েছে তারা।
চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা কখনই জিততে পারেনি ইংল্যান্ড। এবার তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে আসর শুরু করেছে। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের জন্য।
আর সেই ম্যাচের আগেই বোলিং অলরাউন্ডারকে হারিয়েছে দলটি। জানা গেছে, পায়ের আঙুলে চোট পেয়েছেন কার্স। লাহোরে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে কার্স এই চোট পান।
এ কারণে গতকাল সোমবার ইংল্যান্ডের অনুশীলন সেশনেও বোলিং করতে পারেননি কার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন তিনি। সেই ম্যাচে তার ইকোনমি রেট ছিল ৯.৮৫। যার কারণে অস্ট্রেলিয়া ৩৫২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে জিতে যায়।