মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮ পিএম
সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া। দুই হেভিওয়েটের লড়াইয়ে বাগড়া দিয়েছে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে নির্ধারিত সময়েও হয়নি টস। খেলা শুরু হতেও হচ্ছে দেরি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, টসের সময় পেরিয়ে গেলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। রাওয়ালপিন্ডির আকাশে মেঘ আছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হচ্ছে। মাঠের কভার এখনও ঢাকা।
রাওয়ালপিন্ডিতে এতটুকুও ছাড় দিতে চান না স্টিভ স্মিথ। টেম্বা বাভুমার চোখও স্রেফ জয়ে। সেমিফাইনালের আরেকটু কাছে যেতে মরিয়া দুদল। চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি তাই বাড়তি উত্তেজনারও। হাইভোল্টেজ ম্যাচটি বসবে আজ বেলা ৩টায়। সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।