× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতো বেশি ডট বল, যা বলছেন শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৬ পিএম

এতো বেশি ডট বল, যা বলছেন শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। যেখানে ৩০০ বলের খেলায় ১৮১ বল ডট খেলেছেন টাইগার ব্যাটাররা। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এতো বেশি ডট বল হওয়ার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৫৯ বল ডট দিয়েছিল বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ড দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ ডট দিয়েছে ৩৪০ বল বা ৫৬ দশমিক ৪ ওভার।

কিউইদের বিপক্ষে হারের পর অধিনায়ক শান্ত বললেন, ‘অবশ্যই এই জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে। আমরা নিয়মিত ৩০০ করি না, এটা মেনে নিতেই হবে। তবে যদি কিউইদের বিপক্ষে ডট বলের কথা বলেন, একটা সময় ৫-১০ ওভার পরপরই আমাদের উইকেট পড়েছে। এটা ডট বল বেশি হওয়ার একটা কারণ। বড় জুটি গড়তে পারলে এতবেশি ডট বল হয়তো হতো না।’

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা এখন বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা। সেই ম্যাচটা জিতে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করাই এখন লক্ষ্য শান্তর, ‘অবশ্যই আমি মনে করি, সেটি (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন।’

২৭ তারিখ রাওয়ালপিন্ডিতে বসবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা