প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১১ পিএম
চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ইংলিশদের জন্য। সেই ম্যাচের আগে বড় ধাক্কা লেগেছে ইংল্যান্ড শিবিরে। ডান হাতি পেসার ব্রাইডন কার্স পায়ের আঙুলের চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।
লাহোরে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে কার্স এ চোট পান। সোমবার ইংল্যান্ডের অনুশীলন সেশনেও তিনি অংশ নিতে পারেননি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলার জন্য তাকে ফিট মনে করা হয়েছিল, তবে বল হাতে ছন্দ পেতে ব্যর্থ হন। কার্স ছিলেন সবচেয়ে ব্যয়বহুল বোলার, ৯.৮৫ ইকোনমি রেটে রান খরচ করেন, যেখানে অস্ট্রেলিয়া ৩৫২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে জয় পায়।
কার্সের বদলি হিসেবে দলে আসা রেহান এখন পর্যন্ত ছয় ওয়ানডে খেলে ১০ উইকেট নিয়েছেন। ভারত সফরের দলেও ছিলেন তিনি। কিন্তু কোনো ম্যাচ খেলানো হয়নি তাকে। বৈশ্বিক আসরে প্রথমবার খেলার হাতছানি তার সামনে।