প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৬ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এএম
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি। কেন আইসিসি টুর্নামেন্টে বারবার এমন ব্যর্থ হয় বাংলাদেশ? অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কারণ খুঁজে পেয়েছেন। বাস্তবতাও মেনে নিয়েছেন। তার মতে, এলোমেলো ক্রিকেট কাল হয়ে দাঁড়াচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশিরভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। এক দিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেনেটুনে ২৩৬ রানের পুঁজি। এ সংগ্রহ নিয়ে জেতার আশা করা কঠিন। তার পরও কিউইদের শুরুতে একটু কাঁপিয়েই দিয়েছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তবে তাতে আখেরে কিছু হয়নি। বাংলাদেশ ম্যাচটি হারে বড় ব্যবধানে। তাতেই এক ম্যাচ আগে শেষ হয় চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন।