× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধীদের অসাধারণ বিশ্বকাপ অভিজ্ঞতা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ২০:০৭ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ২০:১০ পিএম

প্রিয় খেলোয়াড়দের সান্নিধ্য পেয়ে ভীষণ খুশি স্পেনের হোসে রামোস কাস্টিলো ও জাপানের মোচিদা হারুকি। ১ ডিসেম্বর কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত

প্রিয় খেলোয়াড়দের সান্নিধ্য পেয়ে ভীষণ খুশি স্পেনের হোসে রামোস কাস্টিলো ও জাপানের মোচিদা হারুকি। ১ ডিসেম্বর কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের অবহেলা করার দিন শেষ। এসব ব্যক্তিদের সমাজের মূলধারায় শামিল করার উদ্যোগ বাড়ছে। চলতি কাতার বিশ্বকাপ ফুটবলেও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন ম্যাচের আগে কিছু প্রতিবন্ধী ফুটবল ভক্তকে তাদের স্বপ্নের তারকাদের সান্নিধ্যের সুযোগ করে দেওয়া হচ্ছে। 

ফিফার ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রায় ১৫ শতাংশ বা এক শত কোটি মানুষ নানান মাত্রায় শারীরিকভাবে অক্ষম। এ বিষয়টি মাথায় রেখে কাতার বিশ্বকাপে তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের জন্য সব ক্যাটাগরির টিকেট রাখা হয়েছে। তাছাড়া রেস্তোরাঁ, গাড়ি পার্ক, শৌচাগার চলাফেরা সর্বত্র প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা রাখা হয়েছে। 

উদাহরণস্বরূপ ১ ডিসেম্বরের স্পেন-জাপানের ম্যাচটির কথা বলা যায়। এদিন কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই প্রতিবন্ধী ব্যক্তি তাদের প্রিয় দুই খেলোয়াড়ের কাছাকাছি যাওয়ার সুযোগ পান।

এই দুই ব্যক্তির একজন স্পেনের হোসে রামোস কাস্টিলো। অপরজন জাপানের মোচিদা হারুকি। মাঠে দলগুলোর জাতীয় সংগীতের পর এই দুই ব্যক্তিকে প্রিয় তারকাদের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। প্রিয় খেলোয়াড়ের সান্নিধ্য পেয়ে মোচিদা হারুকি ও মোচিদা হারুকি উভয়ে বেশ খুশি। 

বিশ্বকাপ শুরুর আগে গত মাসে কাতারে এক সংবাদ সম্মেলনে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমরা এমন একটা বিশ্বকাপ উপহার দিতে চাই, যেখানে সমাজের সব গ্রুপের অংশগ্রহণ থাকবে। প্রতিবন্ধী বা নানান মাত্রায় শারীরিকভাবে অক্ষম ফুটবল ভক্তরাও তাদের প্রিয় খেলয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাবে।’




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা