× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলির শতকে ডুবল পাকিস্তান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫ পিএম

কোহলির শতকে ডুবল পাকিস্তান

কোন প্রতিদ্বন্দিতায় গড়তে পারল না পাকিস্তান। একপেশে ম্যাচে ‍চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারাল ‍ভারত।  এই জয়ে সেমিফাইনালের পথ পরিস্কার হয়ে গেল ভারতের। আর পাকিস্তানের বিদায়ঘন্টাও নিশ্চিত হয়ে গেল অনেকটায়। সেমবার বাংলাদেশের বিপক্ষে  নিউজিল্যান্ড জিতে গেলে ‍শেষ হয়ে যাবে ‘এ’ গ্রুপের সব উত্তেজনা। সেমিতে পৌছে যাবে ভারত ওনিউজিল্যান্ড। আর শেষ ম্যাচের আগেই শেষ হয়ে যাবে ‍বাংলাদেশ ও পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি।

দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকে শেষপর্যন্ত পাকিস্তানের উপর দাপট দেখিয়ে জয়উৎসব করেছে ‍ভারত। জয়ের জন্য ‍২৪২ রানের টার্গেটকে আরো সহজ করে দেন রান মেশিন বিরাট কোহলি। ‍ওয়ান ডে ক্যারিয়ারে ৫১তম সেঞ্চুরী পাওয়া কোহলি অপরাজিত থাকেন ১০১ রানে। ৪৫ বল হাতে রেখেই জয়ের ঠিকানায় পৌছে যায় রোহিত শর্মার দল।

এর আগে ভারতের জয়ের ভিত গড়ে দেন ভারতীয় বোলাররা। ছয়জন বোলার ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করলেন রোহিত। তিনজন পেসার, বাকি তিনজন স্পিনার। মোহাম্মদ শামির পেসতোপ সামলে নিলেও পাকিস্তান পড়ে কুলদীপ যাদবের ঘূর্ণিপাকে। টিকে থাকার লড়াইয়ে আড়াইশরও কম রানের পুঁজি পায় স্বাগতিকরা। ৪৯.৪ ওভারে ২৪১ রান তুলতেই দম ফুরিয়ে যায় তাদের।  

গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরু করে পাকিস্তান। তবে অষ্টম ওভারে পড়ে হার্দিক পান্ডিয়ার তোপে। বাবর আজম ফেরেন ২৩ রান করে। পরপরই রানআউটের ফাঁদে পড়েন আরেক ওপেনার ইমাম-উল-হক(২৬ বলে ১০)। 

এখান থেকে আর উঠে দাড়াতে পারেনি স্বাগতিকরা। সউদ শাকিল ও অধিনায়ক রিজওয়ান কিছুটা দৃঢ়তা দেখালেও প্রয়োজনের তুলনায় তা যথেস্ট ছিলনা। ৭৭ বলে ৪৬ রানের ধীরগতির ইনিংস খেলেন পাকিস্তানের ক্যাপ্টেন। ৭৬ বলে ৬২ রান করে বিদায় নেন শাকিল। এ ছাড়া শেষদিকে লড়াই চালিয়েছেন খুশদিল শাহ (৩৯ বলে ৩৮)। 

ভারতের হয়ে ৩ উইকেট তুলেছেন কুলদীপ যাদব। তিনিই মূলত ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। এছাড়া ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৪৯.৪ ওভারে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা