প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ছবি: আ. ই. আলীম
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার আগে আজ রবিবার বাফুফেতে সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ পিটার বাটলার। এ সময় নারী দলের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ইংলিশ কোচ।
আমিরাতমুখী আফঈদা খন্দকার
নেতৃত্বাধীন বাংলাদেশ দলটি একেবারে নতুন। ২৩ জনের দলে একেবারেই নতুন ৯ জন। তবে এই দলকেই
বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ মনে হচ্ছে বাটলারের। তিনি বলেছেন, ‘আমার মনে এটা নতুন
জাতীয় দল, নতুন তারকা, নতুন ভিশন, এগিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ। আমি তাদেরই বেছে নিয়েছি,
যাদের নিয়মিত পাওয়া গেছে, যাদের মধ্যে সম্ভাবনা, সততা এবং আরও অনেক কিছু আছে। এরাই
বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ।’
সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি
আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ মার্চ একই দলের বিপক্ষে লাল-সবুজ
দলের দ্বিতীয় ম্যাচ। ধারেভারে বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত। র্যাংকিংয়েও পার্থক্য
আছে। যদিও অধিনায়ক আফঈদা বলছেন, তাদের প্রস্তুতি ভালো। ইতিবাচক ফলাফল নিয়েই দেশে ফিরতে
চান, ‘আমাদের ফরোয়ার্ড লাইন, মিডফিল্ড, এমনকি ডিফেন্সও ভালো। আশা করি, ভালো একটা ফল
নিয়েই দেশে ফিরতে পারব।’