প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে একদিন পরেই নিজের নাম সরিয়ে নিয়েছেন টাইগার অলরাউন্ডার। এই বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু। এরই মধ্যে এই বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠি জমা দিয়েছে দলটি।
আগেরদিনই সাকিবকে দলে ভিড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের ক্রিকেটে আরও আগে থেকেই ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব। বর্তমানে বেশ কিছু রাজনৈতিক মামলা চলছে তার নামে। চলছে গ্রেফতারি পরোয়ানাও। তবুও সাকিবকে খেলাতে পারবেন বলে আশাবাদী ছিলেন বাদল। তবে আকস্মিক নিজের নাম সরিয়ে নিলেন সাকিব।
সাকিবের নাম প্রত্যাহারের প্রসঙ্গে রূপগঞ্জের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেছেন, ‘আপনারা সকলেই জানেন গতকাল সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য দল-বদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিব আল হাসানের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন আপাতত উনার দল-বদলটা স্থগিত রাখার জন্য।’
সাকিবের চিঠি প্রসঙ্গে এই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়েছি সাকিব আল হাসানের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে, সেই আবেদনটা আমরা ক্লাবের পক্ষ থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন উনি যখনই দেশে আসতে পারবেন...আপনারা জানেন সে দেশে আসতে পারছেন না। যখন আসবেন উনি আসলে যে দলে গত বছর ছিলেন আমরা চেষ্টা করব সাকিব আমাদের বলেছেন ওই দলের সঙ্গে আলোচনার মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে যদি খেলতে চায় আমরা ইনশাআল্লাহ তাকে পরবর্তীতে দলে নেব।'
সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি তিনি। এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি সাকিবকে।
এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেনি তিনি। এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষপর্যন্ত খেলতে পারেননি সাকিব। উল্টো রাজনৈতিক প্রেক্ষাপটে ইতোমধ্যেই অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে।