× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার নামে টুর্নামেন্টের শিরোপা জিতে বিশ্ব জুনিয়র দাবায় জিয়াপুত্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৯ পিএম

বাবার নামে টুর্নামেন্টের শিরোপা জিতে বিশ্ব জুনিয়র দাবায় জিয়াপুত্র

বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত বছরের জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্মরণে দাবা ফেডারেশনের সহযোগিতায় সেন্ট জোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রয়াত জিয়ার একমাত্র সন্তান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। ৯ খেলায় সাত পয়েন্ট পেয়েছেন তাহসিন। আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদও পেয়েছেন সাত পয়েন্ট। টাইব্রেকিং পদ্ধতিতে মুখোমুখি লড়াইয়ে তাহসিন সাকলাইনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।

বাবার নামের টুর্নামেন্টে ছেলে চ্যাম্পিয়ন। তাই আবেগে আপ্লুত তাহসিন, ‘অন্য সব টুর্নামেন্টের চেয়ে এই টুর্নামেন্ট অবশ্যই আমার জন্য ভিন্ন। পুরো কক্ষেই বাবার ছবি দেওয়া। বাড়তি আবেগ কাজ করেছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় অনেক বেশি ভালো লাগছে।’

আজ রবিবার বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্ট খেলতে মন্টেনেগ্রোর উদ্দেশে রওনা হবেন তাহসিন। তার বিশ্বাস তাহসিন বলেন, 'একটি বৈশ্বিক টুর্নামেন্টের আগে বাবার নামে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলাম। মানসিকভাবে বেশ চাঙ্গা থেকেই বিশ্ব জুনিয়র দাবা খেলতে পারবো।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা