চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮ পিএম
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ
ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। রাজনৈতিক বৈরিতার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। কেবল আইসিসি টুর্নামেন্ট এলেই মুখোমুখি হয়। আরেকটি আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফিতে আজ রবিবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ।
নবম চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে পড়েছে সাব কন্টিনেন্টের পরাশক্তি পাকিস্তান-ভারত। ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলেছে দুদল। বাংলাদেশকে হারিয়ে বড় জয়ে যাত্রা শুরু করেছিল ভারত। আর নিউজিল্যান্ডের কাছে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। স্বভাবতই আজ ভারতের চেয়ে একটু বেশি চাপে থাকবে পাকিস্তান। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে এক প্রকার উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল তারা। কিন্তু এরপর মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচের কোনোটিতেই আর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে হওয়া সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ৭ উইকেটের জয় পায় রোহিত শর্মার দল।
লড়াইয়ে যখন পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। তবে ইতিহাস আরও ভালোভাবে ঘেঁটে দেখতে অসুবিধা নেই। দল দুটি এখন পর্যন্ত ১৩৫ বার পঞ্চাশ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছে। সফলতার মাপকাঠিতে এগিয়ে পাকিস্তান। ৭৩ ম্যাচে জিতেছে তারা। আর ৫৭টিতে জয় ভারতের। পাঁচটি ম্যাচের ফল আসেনি। তবে সাম্প্রতিক ফল বিবেচনায় রিজওয়ানের দল যে চাপে থাকবে তা বলছেন পাকিস্তানেরই এক ক্রিকেটার।
মাঠের লড়াইয়ে যে কতটা অধারাবাহিক পাকিস্তান তা বুঝতে পারছেন দলটির ক্রিকেটাররাও। ভারত ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান আলি আগা বলেছেন, ‘আমরা যদি সেরা দলগুলোর বিপক্ষে জিততে চাই এবং নিজেরা ভালো দল হতে চাই তাহলে আমাদের নিয়মিত ম্যাচ জিততে হবে। এক ম্যাচ ভালো খেলে আরেকটি হারলে হবে না।’
পাকিস্তানকে নিয়ে ভারতের তরুণ ওপেনার শুভমান গিল বলেছেন, ‘ভারত-পাকিস্তান মানেই বিরাট একটা ম্যাচ। ফাইনাল হলে তো আরও বড়। আমরা ভালো খেলছি। তার মানে পাকিস্তানকে ছোট করে দেখার কোনো কারণ নেই।’ এ ম্যাচ নিয়ে কি অত্যধিক মাতামাতি হচ্ছে? বিতর্ক এড়িয়ে শুভমানের জবাব, ‘আমি জানি না। তবে এই লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। লাখ লাখ মানুষ খেলা দেখেন। মাতামাতি বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা আমি কী করে বলব?’