প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০১ পিএম
বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন দ্রাবিড় ও তার ছেলে অন্বয় দ্রাবিড়
ব্যাট-প্যাড ছেড়েছেন ১৪ বছর আগে। এরপর রাহুল দ্রাবিড়ের ধ্যান-জ্ঞান এবং মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কোচিং। তার অধীনে বেশ সফলতা দেখায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ২০২৪ সালে রোহিত শর্মারা পেয়েছেন সাফল্য। বছর খানেক আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই জিতেছে ম্যান ইন ব্লরা।
দ্রাবিড় এখন পুরোদস্তুর বেকার। অর্থাৎ কোচিং ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন। সময় দিচ্ছেন পরিবারকে। তারই মাঝে সাবেক ভারত অধিনায়ক ও কোচকে দেখা গেল বাইশগজে। ৫২ বছর বয়সি দ্রাবিড় খেলেছেন শ্রী নাসুর মেমোরিয়াল শিল্ড তৃতীয় বিভাগের একটি ম্যাচে। সেখানে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন দ্রাবিড় ও তার ছেলে অন্বয় দ্রাবিড়। এতদিন পর মাঠে ফিরে অবশ্য দ্রাবিড় ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন ৮ বলে ১০ রান করে।
ম্যাচটিতে দ্রাবিড়পুত্র অন্বয় পেয়েছেন ফিফটি, করেছেন ৬০ বলে ৫৮ রান। বাবা-ছেলের ম্যাচে অবশ্য সেঞ্চুরি করে আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন স্বপ্নিল ইয়েলভে। ৫০ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। তার ইনিংসে ভর করেই ইয়াং লায়ন্সের বিপক্ষে বিজয়া ক্রিকেট ক্লাব তোলে ৭ উইকেটে ৩৪৫ রান।