প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৬ এএম
নির্ধারিত সময় শেষের পর অতিরিক্ত সময়েও কেবল দুই মিনিট বাকি। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই নিশ্চিত হারের মুখে ছিল ইন্টার মিয়ামি। দলের এমন বিপর্যয়ের মুহূর্তে হঠাৎ আবির্ভাব লিওনেল মেসির। আর্জেন্টাইন মহাতারকার চিরচেনা বাঁ পায়ের জাদুকরী অ্যাসিস্টে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়েই মেজর লিগ সকারের (এমএলএস) এবারের মৌসুম শুরু করেছে ফ্লোরিডার ক্লাবটি।
শনিবার রাতে (বাংলাদেশ সময় রবিবার সকালে) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ৫ম মিনিটেই মেসির জাদুতে এগিয়ে যায় মিয়ামি। নিউইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাঁ পায়ে বল ঠেলে দেন তমাস আভিলেসের কাছে। ২১ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাকের গোল করতে ভুল করেননি। সেই আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখলে মিয়ামি ১০ জনের দলে পরিণত হয়।
২১তম মিনিটে মিতিয়া ইলেনিচের গোলে সমতা ফেরায় নিউইয়র্ক। বিরতির পর ৫৫ মিনিটে নিউইয়র্ক সিটিকে এগিয়ে দেন আলোনসো মার্তিনেজ। তাতে মহা বিপাকে পড়ে যায় মিয়ামি। তাহলে কি পরাজয় দিয়ে নতুন মৌসুম শুরু হবে? যোগ করা ১১ মিনিট সময়ের ৯ম মিনিটে ম্যাজিক দেখান মেসি। মাঝ মাঠ থেকে বল নিয়ে অনেকখানি দৌড়ে ডিফেন্সচেরা এক পাস বাড়ান বক্সে ঢুকে পড়া সেগোভিয়াকে। দারুণ গোলে সমতা টানেন এই ভেনেজুয়েলান মিডফিল্ডার।