× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাহোরে ইংলিশ ঝড়ে অজিদের ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৫ পিএম

লাহোরে ইংলিশ ঝড়ে অজিদের ইতিহাস

ঘণ্টাতিনেকও টিকল না ইংল্যান্ডের রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রেকর্ড ভাঙে ইংল্যান্ড। বেন ডাকেটের কীর্তি গড়ার দিনে আনে ৩৫১ রান। সেই রান তাড়ায় জশ ইংলিশের দাপুটে সেঞ্চুরিতে ৫ উইকেট বাকি রেখেই ইতিহাস গড়ে স্টিভ স্মিথের দল।

আজ শনিবার অজি-ইংলিশ মহারণে ওঠে সাতশ’র বেশি রান। ম্যাথু শর্ট ও অ্যালেক্স ক্যারির ফিফটি আর ইংলিশের সেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখেই লক্ষ্য পেরোয় অস্ট্রেলিয়া। ট্রফির মিশনে দারুণ শুরুও পায় শক্তি হারানো অজিরা।

পাহাড়সম লক্ষ্যে শুরুটাও দুর্দান্ত আনে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও স্মিথ দ্রুত ফিরলেও অস্ট্রেলিয়াকে পথ হারাতে দেয়নি ইংলিশ-ক্যারি। শেষদিকে ছোট্ট তাণ্ডবে ইতিহাস গড়া জয় এনে দেন ম্যাক্সওয়েল (৩২ রান)। ইংলিশ অপরাজিত থাকেন ১২০ রানে।

এরআগে, ৮ উইকেটে ইংলিশরা জমা করে ৩৫১ রানের পুঁজি। ভাঙে ২০০৪ সালের আসরে নিউজিল্যান্ডের রেকর্ড। সেদিনই কিউই ব্যাটার ন্যাথান অ্যাস্টল গড়েছিলেন আসর সেরা ১৪৫ রানের রেকর্ড। গতকাল অজিদের বিপক্ষে দুটিই ভাঙে ইংল্যান্ড। রেকর্ড ভেঙে নিজের মতো গড়েন বেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতটুকুতেই থামেননি। অস্ট্রেলিয়াকে চোখের জলে নাকের জলে চুবিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছেন দুর্দান্ত এক রেকর্ড। আসরের ইতিহাসে প্রথমবার তিনিই পেরিয়েছেন ১৫০ রান। ট্রফির মিশনে ডাকেটের দল পায় সাড়ে তিনশ ছাড়ানো পুঁজি। তবে জশ ইংলিশদের ব্যাটে তাও ধোপে টেকেনি।

এদিন ক্যারিয়ারে প্রথমবার আইসিসি ইভেন্টে খেলতে নেমেছিলেন ডাকেট। ইংলিশ ব্যাটারের ২০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ছিল ১০৭ রান। এবার সেটি পেরিয়ে দেড়শ ছুঁয়েছেন। এদিন পেস বিভাগের মূল অস্ত্র না থাকার অভাব ভালোমতো টের পেয়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। ব্যক্তিগত কারণে খেলছেন না মিচেল স্টার্ক। তাদের অনুপস্থিতিতে চড়াও হন ডাকেট।

ইংলিশরা শুরুটা অবশ্য ভালো পাননি।  ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুর পাঁচ ওভারেই দুই টপ অর্ডার হারিয়ে বসে জশ বাটলারের দল। চাপে পড়া দলকে দুর্দান্ত ভাবে সামলে নেন ডাকেট। চতুর্থ উইকেটে জো রুটকে নিয়ে গড়েন ১৫৮ রানের জুটি। ১৫৫ বলের সেই জুটিতে ৬৮ রান করে ফেরেন রুট। স্কোরবোর্ডে ৪৩ রানে দুই উইকেট হারানো ইংল্যান্ড ডাকেট-রুট জুটিতে কাপন ধরান। একসময় মনে হচ্ছিল ইনিংসে ৪০০ রান করে বসবে বুঝি তারা।

তবে ৩১ ওভারে রুট ফিরলে কিছুটা স্লথ হয় ইংলিশদের ইনিংস। রুটের উইকেটের মধ্য দিয়েই হারানো ছন্দ খুঁজে পায় অস্ট্রেলিয়া। তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন দলটির বোলাররা। ইতিহাস গড়া ডাকেট ১৪৩ বলে থামেন ১৬৫ রানে। তবে বোলারদের বাজে দিনে অজি ব্যাটাররা পুষিয়ে দিয়েছেন পাওনা। অস্ট্রেলিয়া এখন চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান তাড়া করে জেতা দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা