প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৬ পিএম
অনেকদিন ধরেই আলোচনার বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি তারকা এই অলরাউন্ডার। যে কারণে খেলা হয়নি বিদায়ি টেস্ট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর কাউন্টি ক্রিকেটে প্রশ্নবিদ্ধ বোলিংয়ে নিষেধাজ্ঞায় পড়ায় জায়গা হয়নি চ্যাম্পিয়নস ট্রফির দলেও। তবে এবার ফের নতুন করে আলোচনায় এসেছেন সাকিব। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন টাইগার পোস্টারবয়।
দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ আসর ডিপিএল। আগামী মার্চের ৩ তারিখ থেকে মাঠে গড়াবে ঢাকার ক্লাব ক্রিকেটের এবারের আসর। আসন্ন আসর সামনে রেখে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্রিকেটারদের দলবদল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে ডিপিএলের দলবদলের প্রথমদিনেই সাকিবকে নিবন্ধন করে বড় এক চমক উপহার দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
প্রিমিয়ার লিগের গত আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে যাওয়ায় ক্লাবটির সঙ্গে সম্পর্ক ধরে রাখাও সম্ভব হয়নি তার। পরে রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গতকালই সাকিবের দলবদলের সব কাগজপত্র জমা দিয়েছেন রূপগঞ্জের কর্মকর্তারা। আজ রবিবার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাবটি। এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেও রূপগঞ্জের ক্লাবটির আশা, আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।
ডিপিএলের ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে দুবার ফাইনালে খেললেও কখনও শিরোপা জেতা হয়নি লিজেন্ডস অব রূপগঞ্জের। এবার শিরোপা জিততে মরিয়া দলটি ইতোমধ্যে সাকিব ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটারÑ সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব। তবে দলটিকে আসন্ন ডিপিএলে নেতৃত্ব দেবেন ২০১৯ সালের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলি।
সাকিবকে দলভুক্ত করার ঘোষণা দিয়ে রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করছি। দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে ওর কথা হয়েছে, আমেরিকাতে ছিল। ঘরের ছেলে ঘরে আসছেÑ এটাই সবচেয়ে বড় খবর।’ দলে নিলেও শেষ পর্যন্ত তাকে খেলাতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের জন্য আমরা একশ ভাগ করব যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে।’
সাকিব যখন দেশেই ফিরতে পারছেন না, তখন তাকে দলে নেওয়ার কারণ কী? এমন প্রশ্নের উত্তরে বাদল বলেছেন, ‘আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের সম্পদ, যা অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন যে, অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিল। এখনও আশা প্রকাশ করেছেন আমার সঙ্গে থাকবেন। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’
এ ছাড়া আরেকটি বাধার দেয়াল আছে সাকিবের সামনে। সেটি হচ্ছে তার বোলিং নিষেধাজ্ঞা। গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টিতে একটি ম্যাচ খেলতে গিয়েই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে দুবার বোলিং বৈধতার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন সাকিব। আপাতত সব ধরনের ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ তিনি। অবশ্য নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার। তবু দেশে ফেরার আগে আরেকবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিবÑ এমনটাই জানালেন রূপগঞ্জের কর্ণধার, ‘আমার সঙ্গে সাকিবের যা কথা হয়েছে, রোজার মধ্যে সে ইংল্যান্ড আসবে। পরীক্ষা দেবে বোলিং অ্যাকশনের, সম্ভবত তৃতীয় এটা। একজন কোচের সঙ্গে কাজ করছে। কোচ সায় দিলে সে পরীক্ষা দেবে। পাস করলে আমি মনে করি সে বাংলাদেশে খেলতে পারবে।’
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখনও দেশে ফেরেননি। ছাত্র-জনতার আন্দোলনে তার নামে হত্যা মামলা রয়েছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিদায়ি টেস্ট খেলতে ঢাকায় ফিরতে চাইলেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে সেটিও সম্ভব হয়নি। এর মধ্যেই বোলিং অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও কার্যকারিতা কমে যায় অর্ধেক। বিপিএলে সাকিবকে দলে ভেড়ায় চিটাগং কিংস, দল ফাইনালে উঠলেও সাকিব বিপিএলেও খেলতে পারেননি। তবে নতুন অনিশ্চয়তা মাথায় রেখেই এবার সাকিবের দল চূড়ান্ত হলো ডিপিএলে। তিনি দেশে ফিরে এসে মাঠে নামতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।