চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২ পিএম
রেকর্ড ভেঙে নিজের মতো গড়লেন বেন ডাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতটুকুতেই থামেননি। অস্ট্রেলিয়াকে চোখের জলে নাকের জলে চুবিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছেন দুর্দান্ত এক রেকর্ড। ট্রফির মিশনে ডাকেটের দল পেয়েছে সাড়ে তিনশ ছাড়ানো পুঁজি। যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ। শীর্ষে বসেছেন ডাকেটও। আসরের ইতিহাসে প্রথমবার তিনিই পেরিয়েছেন ১৫০ রান।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে
৮ উইকেট হারিয়ে ইংলিশ জমা করে ৩৫১ রানের পুঁজি। এর আগে ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের
বিপক্ষে ৪ উইকেটে ৩৪৭ রান করেছিল নিউজিল্যান্ড। সেদিনই কিউই ব্যাটার ন্যাথান অ্যাস্টল
গড়েছিলেন আসর সেরা ১৪৫ রানের রেকর্ড। গতকাল অজিদের বিপক্ষে দুটিই ভেঙেছে ইংল্যান্ড।
ক্যারিয়ারে প্রথমবার আইসিসি ইভেন্টে
খেলতে নেমেছিলেন ডাকেট। দিনটিকে সেঞ্চুরি করে শুধু স্মরণীয় বানালেন না, চ্যাম্পিয়ন্স
ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন। ডাকেটের ২০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে
সর্বোচ্চ ছিল ১০৭ রান। এবার সেটি পেরিয়ে দেড়শ ছুঁয়েছেন। এদিন পেস বিভাগের মূল অস্ত্র
না থাকার অভাব ভালোমতো টের পেয়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে
নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। ব্যক্তিগত কারণে খেলছেন না মিচেল
স্টার্ক। তাদের অনুপস্থিতিতে চড়াও হন ডাকেট।
ইংলিশরা শুরুটা অবশ্য ভালো পাননি। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুর পাঁচ ওভারেই দুই
টপ অর্ডার হারিয়ে বসে জশ বাটলারের দল। চাপে পড়া দলকে দুর্দান্ত ভাবে সামলে নেন ডাকেট।
চতুর্থ উইকেটে জো রুটকে নিয়ে গড়েন ১৫৮ রানের জুটি। ১৫৫ বলের সেই জুটিতে ৬৮ রান করে
ফেরেন রুট। স্কোরবোর্ডে ৪৩ রানে দুই উইকেট হারানো ইংল্যান্ড ডাকেট-রুট জুটিতে কাপন
ধরান। একসময় মনে হচ্ছিল ইনিংসে ৪০০ রান করে বসবে বুঝি তারা। তবে ৩১ ওভারে রুট ফিরলে
কিছুটা স্লথ হয় ইংলিশদের ইনিংস। রুটের উইকেটের মধ্য দিয়েই হারানো ছন্দ খুঁজে পায় অস্ট্রেলিয়া।
তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন দলটির বোলাররা।
তবে একপাশ আগলে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে যান ডাকেট। ১৭ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংস।ফেরার আগে ইংলিশদের পার করে দেন তিনশ রানের গণ্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়া ডাকেট ১৪৩ বলে থামেন ১৬৫ রানে। ডাকেট কীর্তির দিনে ৬৬ রান খরচায় ৩ উইকেট নেন বেন দারউইশ। দুটি করে শিকার অ্যাডাম জাম্পা ও মার্নাশ লাবুশেনের। সিনিয়রদের অনুপস্তিতে সুযোগ পাওয়া স্পেনসার জনসন ও নাথান এলিস ছিলেন উইকেটশূন্য। তবে ডাকেট ও রুট ছাড়া ইংলিশরা ছিলেন খোলশবন্দি। শেষদিকে জোফরা আর্চারের ১০ বলে ২১ রানের ক্যামিওতে রেকর্ড ৩৫১ রান করে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান গড়েই জিততে হবে অস্ট্রেলিয়াকে।