× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ফুটবল

ঘুরে দাঁড়িয়ে আবাহনীর বড় জয়, স্বস্তির তিন পয়েন্ট কিংসের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩ পিএম

এনামুল গাজীর জোড়া গোলে বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডিপাড়ার ক্লাব আবাহনী। ছবি: সংগৃহীত

এনামুল গাজীর জোড়া গোলে বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডিপাড়ার ক্লাব আবাহনী। ছবি: সংগৃহীত

খেলার ১৫ মিনিটের মধ্যে গোল করে চমকে দেয় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসে ঢাকা আবাহনী শিবিরে। তবে সেই শঙ্কা উড়িয়ে প্রথমার্ধেই সমতায় ফেরে মারুফুল হকের দল। আর দ্বিতীয়ার্ধে তো গোলবন্যায় মেতেছে আকাশি-নীল জার্সিধারীরা। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এনামুল গাজীর জোড়া গোলে বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডিপাড়ার ক্লাবটি। একই দিনে জয়ে রাঙিয়েছে বসুন্ধরা কিংস। তারা হারিয়েছে বন্দর নগরীর ক্লাব চট্টগ্রাম আবাহনীকে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৬-১ গোলে হারিয়েছে আবাহনী। সায়েদ হোসেন সায়েমের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের শেষ দিকে আবাহনীকে সমতায় ফেরান মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। শিরোপা প্রত্যাশী আবাহনীর বিপক্ষে প্রথমার্ধ ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়াটাই ছিল ফকিরেরপুলের জন্য এই ম্যাচে পাওয়া বড় তৃপ্তি। 


কেননা এরপর দ্বিতীয়ার্ধে রেলিগেশন জোনের এক ধাপ উপরে থাকা ইয়াংমেন্সকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে আকাশি-নীলরা। দ্বিতীয়ার্ধে একে একে আর পাঁচবার আবাহনী কাঁপিয়েছে প্রতিপক্ষের জাল। তাতে জোড়া গোল করে অবদান রেখেছেন ফরোয়ার্ড মো. এনামুল ইসলাম গাজী। একটি করে গোল পেয়েছেন অধিনায়ক মো. ইবরাহীম, জাফর ইকবাল ও মিরাজুল ইসলাম। তাতে ফকিরেরপুলের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। প্রথম লেগে এই দলটিকেই ২-০ গোলে হারিয়েছিল মারুফুল হকের দল। 

দশম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে মোহামেডান; সাদা-কালোদের পয়েন্ট ২৭। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমিয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল আবাহনী। তৃতীয় স্থানে কিংসের পয়েন্ট ২০। সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ফকিরেরপুল।

দিনের অপর ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে কিংস। প্রথম লেগে বন্দরনগরীর দলটিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভালেরি তিতের দল।


দাপুটে শুরু করা কিংস এগিয়ে যায় খেলার ২০ মিনিটে। সোহেল রানা জুনিয়রকে বল বাড়িয়ে ডিফেন্ডারদের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ফিরতি থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে অনায়াসে পরাস্ত করেন তিনি। আট মিনিট পর বক্সে রাকিব হোসেনের শট রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিগেল ফেরেইরা দামাশেনো সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন। বলের লাইনে ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও আরমান আটকাতে পারেননি গতিময় শট।


৬৫ মিনিটে রাব্বী হোসেন রাহুল গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে শট নিয়ে গোল উদযাপনের অপেক্ষায় ছিলেন; কিন্তু বিদুৎ গতিতে ছুটে গিয়ে কোনোমতে পা দিয়ে আটকে দেন চট্টগ্রাম অধিনায়ক ফজলে রাব্বী। ৭৫ মিনিটে বক্সে দামাশেনোকে আটকাতে গোলকিপার আরমান পোস্ট ছেড়ে বেরিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাতে দামাশেনো পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বলের নাগাল পাওয়ার দাবি করে আরমান প্রতিবাদ জানান। সহকারীদের সঙ্গে আলোচনা করে পেনাল্টি বাতিল করে গোল কিকের নির্দেশ দেন রেফারি নাসির উদ্দিন। তাতে ব্যবধান আর বাড়াতে পারেনি কিংস।

এই রাউন্ডের পর ফের শুরু হবে লিগের বিরতি। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে প্রস্তুতিতে নামবে বাংলাদেশ জাতীয় দল। মার্চের ম্যাচের পর এপ্রিলে একাদশ রাউন্ড দিয়ে আবার মাঠে গড়াবে লিগের দ্বিতীয় পর্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা