চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৯ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৭ এএম
অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমেওনে। সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম ধাপেই অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে কঠিন চ্যালেঞ্জ। শেষ ষোলোতেই হতে যাচ্ছে দুটি ‘মাদ্রিদ ডার্বি’। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। এ প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ পড়ায় অবশ্য চিন্তিত নন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমেওনে। তিনি বরং বলেছেন, এ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন তারা।
চলমান মৌসুমে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ তা পারেনি, তাদের নকআউট পর্বে আসতে হয়েছে প্লে-অফের বাধা পেরিয়ে, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে।
লা লিগায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে রিয়াল ও অ্যাটলেটিকো। মাদ্রিদের এ দুই দলের মধ্যে ব্যবধান স্রেফ ১ পয়েন্টের। এবারের লিগে দুবারের দেখায় একবারও অ্যাটলেটিকোকে হারাতে পারেনি কার্লো আনচেলত্তির দল। দুটি ম্যাচই ড্র হয় ১-১ গোলে।
ইউরোপসেরা প্রতিযোগিতায় এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য রিয়ালের সুখস্মৃতিই বেশি; ২০১৩-১৪ ও ২০১৫-১৬ আসরের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শিরোপা জিতেছিল তারা।
চলতি আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার। এর কিছুক্ষণ পর সিমেওনে সংবাদ সম্মেলনে আসেন লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে। রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া নিয়ে প্রশ্নে ছোট্ট করে উত্তর দেন এ আর্জেন্টাইন কোচ, ‘আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে কেবল একটি প্রশ্নের উত্তর দেব... আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত।’