× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গম্ভীরকে বিশেষ পরামর্শ কুম্বলের

‘কোহলি-রোহিতদের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯ পিএম

‘কোহলি-রোহিতদের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে’

দীর্ঘদিন ফর্মে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। চ্যাম্পিয়নস ট্রফির আগে রোহিত ইংল্যান্ডের বিপক্ষে একটা সেঞ্চুরি করলেও ব্যর্থতার বৃত্তেই ঘুরছেন কোহলি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে রোহিত ৪১ আর কোহলি ২২ রানে আউট হয়ে যান। এবার দলের সিনিয়র ক্রিকেটারদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে কোচ গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ দিলেন অনিল কুম্বলে।

রোহিতের বয়স এখন ৩৭ বছর, কোহলির ৩৬। এছাড়া ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার বয়স ৩৬, মোহাম্মদ শামির বয়স ৩৪, লোকেশ রাহুলের ৩২। আগামী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তরুণদের নিয়ে দল গোছানোর পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। সিনিয়রদের বিদায় বলার কঠিন সিদ্ধান্তটি তিনি নিতে বলছেন প্রধান কোচ গৌতম গম্ভীরকে।

ইএসপিএনক্রিকইনফোর এক অনুষ্ঠানে কুম্বলে বলেন, ‘বলতে পারেন যে, কোচের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট, তারকা ক্রিকেটারদের থেকে অন্য ক্রিকেটারদের দিকে পালাবদলের কঠিন সিদ্ধান্তগুলো তাকে নিতে হবে। কাজটা সহজ নয়। তবে কোচের দায়িত্ব এটি, ওই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া। এই টুর্নামেন্টেই হয়তো নির্ধারিত হবে যে, ওই সিনিয়র ক্রিকেটাররা কী করবে এবং ভারতীয় দল কোন পথে এগোবে।’

আগামী ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে। ভারতকে শিরোপা জিততে এখন থেকেই ওই আসরের প্রস্তুতি নিতে বলেছেন কুম্বলে, ‘দল জিতুক বা হারুক, যতটা দ্রুত সম্ভব ওই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। এই টুর্নামেন্টের পরই আগামী বিশ্বকাপের কথা ভাবনায় আনা উচিত। সিনিয়ররা কি ওই বিশ্বকাপে থাকবে? নাকি সংক্ষিপ্ত সংস্করণগুলোয় তরুণদের সুযোগ দিয়ে দলকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে ও শক্তিশালী একটি ইউনিট গড়ে তোলা হবে? গম্ভীরের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা