× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি বৃথা গেল : তাওহীদ হৃদয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২ পিএম

প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি বৃথা গেল : তাওহীদ হৃদয়

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আইসিসির টুর্নামেন্টে। তাওহীদ হৃদয়ের জন্য ২০ ফেব্রুয়ারি দিনটা স্মরণীয় হয়ে থাকার কথা ছিল। কিন্তু বাকিদের ব্যর্থতায় দল হেরে যাওয়ায় হৃদয়ের সেঞ্চুরিটি বৃথাই গেল; যা নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন ২৪ বর্ষী তরুণ এ ব্যাটার।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন‍্য আরও ভালো হতো। পরের ম‍্যাচে ফিরতে চাই, তার জন‍্য যত কষ্টই সহ‍্য করতে হোক না কেন।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৩৫ রানেই পড়েছিল ৫ উইকেট। সেখান থেকে ১৫৪ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় আর জাকের আলী। হৃদয় খেলেন ১১৮ বলে ১০০ রানের ইনিংস আর জাকের করেন ১১৪ বলে ৬৮ রান। তাতে শেষ পর্যন্ত ২২৮ রানের পুঁজি গড়েন টাইগাররা। তবে শুভমান গিলের অসাধারণ ইনিংসে শেষ পর্যন্ত ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছেন টাইগাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা