চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ এএম
টপ অর্ডার ব্যর্থতায় ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী অনীক। তাতেই ২২৮ রানের লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা। তবে শুভমান গিলের অসাধারণ ইনিংসে শেষ পর্যন্ত ভারতের কাছে ৬ উইকেটে হেরেছেন টাইগাররা।
এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার পাঁচ ব্যাটারের মধ্যে তিনজন রানের খাতা খুলতে পারেননি। তা ছাড়া ফিল্ডিংয়েও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন শান্ত।
ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি প্রথম পাওয়ার প্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেখানেই আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে। ওই অবস্থা থেকে লোয়ার অর্ডারের ব্যাটারদের পক্ষে সেরে ওঠা কঠিন। মাঠে অবশ্য আমরা বেশ কিছু ভুল করেছি। বেশ কিছু ক্যাচ ছেড়েছি। রানআউট মিস করেছি। ওই সুযোগগুলো যদি কাজে লাগানো যেত, তাহলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত।’
৩৫ রানে ৫ উইকেট পতনের পর জাকের ও হৃদয় মিলে দলের হাল ধরেন। রেকর্ড ১৫৪ রানের জুটিতে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করাতে পারেন শান্তরা। দুজনের ব্যাটিংয়ের প্রশংসা করে অধিনায়ক বলেছেন, ‘হৃদয় ও জাকের যেভাবে ব্যাটিং করেছে সেটা ছিল অসাধারণ। এ ধরনের উইকেটে স্পিনাররা সুবিধা পায়। বল ঘোরে। সেখানে হৃদয় ও জাকের খুব ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি না আমাদের স্পিন বোলারের ঘাটতি ছিল। মাহমুদউল্লাহ ইনজুরিতে আক্রান্ত। তবে আমাদের পেসাররা কিন্তু খারাপ বোলিং করেনি। যদি আমরা শুরুতে উইকেট তুলে নিতে পারতাম তাহলে ম্যাচের ফল ভিন্ন হতেও পারত।’