প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম
কোচ পিটার জেমস বাটলারের দলে সুযোগ পেয়েছেন এক ঝাক তরুণ মুখ। সংগৃহীত ছবি
আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর ২ মার্চ হবে দুই দলের মধ্যকার আরেকটি প্রীতি ফুটবল ম্যাচ। এই দুটি ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে ২৩ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছেন প্রধান কোট পিটার জেমস বাটলার। দলে সুযোগ পেয়েছেন এক ঝাক তরুণ মুখ; রাখা হয়নি কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ ফুটবলারকে।
ম্যাচ দুটি উপলক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। গত বছরের অক্টোবরে নারী সাফ জয়ের পর সংযুক্ত আরব আমিরাত সফর দিয়েই আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ।
২৩ জনের দলে সর্বশেষ সাফ জয়ী দলের থেকে আছেন ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন ও শাহেদা আক্তার রিপা। এই সাতজন কোচের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহে অংশ নেননি। অনুশীলনও বয়কট করেননি আফঈদারা।
এই দলে অনূর্ধ্ব-২০ থেকে ডাক পেয়েছেন ৬জনÑ সুরমা খাতুন, আকলিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা বিশ্বাস, হালিমা আক্তার। এর বাইরে বাকি ১০ জন একেবারেই নতুন মুখ।
বাটলারের দলে গোলরক্ষক ৩ জন, ডিফেন্ডার ৭ জন, মিডফিল্ডার ৯ জন এবং বাকি ৪ জন ফরোয়ার্ড। অধিনায়কের নাম অবশ্য চূড়ান্ত হয়নি এখনও। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বয়সভিত্তিক পর্যায়ে গত বছর অনুর্ধ্ব-২০ সাফে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া আফঈদা খন্দকার পাবেন অধিনায়কের দায়িত্ব।
২৩ সদস্যের দল:
গোলরক্ষক: মোসাম্মৎ ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রয়।ডিফেন্ডার: কোহাতি কিসকু, মোসাম্মৎ জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, মোসাম্মৎ সুরমা জান্নাত, মোসাম্মৎ সুলতানা, কানম আক্তার, মরিয়ম বিনতে হান্না, অর্পিত বিশ্বাস অর্পিতা,
মিডফিল্ডার: মোসাম্মৎ হালিমা আক্তার, স্বপ্না রানী, মোসাম্মৎ মুনকি আক্তার, মোসাম্মৎ বন্যা খাতুন।
ফরোয়ার্ড: আইরিন খাতুন, মোসাম্মৎ আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, মোসাম্মৎ ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, নবিরন খাতুন।