বাংলাদেশ বনাম ভারত
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭ পিএম
সৌম্য সরকার শূন্য রানে ফিরেছেন। রান পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। মাঝে লড়েছিলেন তানজিদ তামিম। তবে অপরপাশে ছিল আসা-যাওয়ার মিছিল। ভারতের বিপক্ষে ৩৫ রানের মাঝেই ৫ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বড় ব্যাটিং ধসে পড়েছে টাইগাররা। শান্ত-সৌম্যর পর রান করতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ২৫ রান করেছেন তানজিদ। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেল।
বাংলাদেশের মান বাচাতে লড়ছেন জাকের আলী ও তাওহীদ হৃদয়। ৬০ রানের জুটি গড়ে এগোচ্ছে তারা দুজন। তাওহীদ ৩০ রান ও ৩১ রানে ব্যাট করছেন জাকের। ২৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে বাংলাদেশ।
শুরুতেই বিপদে বাংলাদেশ
ভারতের বিপক্ষে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। প্রথম ওভারে সৌম্য সরকার উইকেট বিলিয়ে মাঠ ছাড়ার পরের ওভারের দলকে আরও বিপদে ফেলেন নাজমুল হোসেন শান্ত। হর্ষিত রানার বলে বিরাট কোহলির কাছে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরেছেন লাল সবুজ দলের অধিনায়ক। ২ বল মোকাবিলা করে একটি রানও করতে পারেননি তিনি।
এর আগে মোহাম্মদ শামির করা ওভারের শেষ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন সৌম্য। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে গ্লাভসে জমা পড়ে বল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২ ওভারে ২ রানে ২ উইকেট। বাইশগজে লড়ছেন তানজিদ হাসান (২) ও মেহেদী মিরাজ (০)।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
৮ বছর পর আরও একবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় শুরু হবে ম্যাচ। তার আগে অনুষ্ঠিত হয়েছে মুদ্রা নিক্ষেপন র্পব। যা বাংলাদেশের পক্ষে সায় দিয়েছে এবং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাল-সবুজ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে ফিল্ডিংয়ে নামবে রোহিত শর্মার ভারত।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। পেসার নাহিদ রানাকে নিয়ে বেশ আলোচনা হলেও তিনি নেই একাদশে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।