চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২ পিএম
গতকাল বুধবার চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দিন করাচিতে ভারতের পতাকা দেখা গেছে
স্প্যানিশ মিডিয়া নিয়ে একটি কথা বেশ প্রচলন আছে, তারা তিলকে তাল করে। সে তাল দিয়ে পিঠা বানায় এবং তা জনগণের মাঝে বিলি করে। সাব-কন্টিনেন্টের গণমাধ্যম এতটা বেফাঁস না হলেও মাঝেমধ্যে সেটিকেও ছাড়িয়ে যায়। এই ধরুন, চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকা নিয়ে বেশ হইহই রব তোলে মিডিয়াগুলো। অথচ এমনটা হয়েছিল আইসিসির নির্দেশনা। পরবর্তীকালে বিবৃতি দিয়ে বিষয়টি খোলাসা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়, আইসিসির নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবেÑ আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের। যেহেতু ভারতীয় দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলবে না, তাই দেশটির তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উড়বে না।
দুদিন বাদে অবশ্য পাকিস্তানে উড়েছে ভারতের পতাকা। গতকাল বুধবার চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দিন করাচিতে ভারতের পতাকা দেখা গেছে। এক্সে পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে। কী চমৎকার এক মুহূর্ত।’