কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ পিএম
লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছে ইন্টার মিয়ামি।
তুষারঝড় নাকাল জনজীবন। প্রতিকূলে আবহাওয়ায় পেছানো হয়েছিল কনক্যাক্যাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগ। ২৪ ঘণ্টা পর ম্যাচ যখন মাঠে গড়ায় তখনও তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এমন অবস্থাতেই চিলড্রেন্স মার্সি পার্কে মুখোমুখি হয় স্পোর্টিং কানসাস সিটি ও ইন্টার মিয়ামি। বরফঠাণ্ডা আর বৈরী পরিবেশ উপেক্ষা করে দলকে দারুণ এক জয় উপহার দেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের জাদুকরী গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
চিলড্রেন্স মার্সি পার্কে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। ডেডলক ভাঙে ৫৬ মিনিটে। দলকে জয়সূচক গোলটি এনে দেন মেসি। স্বভাবসুলভ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে কোনাকুনি নীচু শটে জাল কাঁপান তিনি। লুইস সুয়ারেজও তার আগে ৩৫ মিনিটে গোলের কাছে চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তারপর দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি হয় মেসির সাবেক বার্সা সতীর্থ সের্হিও বুসকেৎজ ভাসানো পাস দিলে। আর্জেন্টাইন অধিনায়ক বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যে বল পাঠিয়েছেন। শেষ ষোলোর পথে অ্যাওয়ে গোলের সুবাদে নিজেদের এগিয়ে রেখেছে মায়ামি। দ্বিতীয় লেগ হবে মঙ্গলবার ফ্লোরিডায়।
এই শীতের মধ্যেই মেসির অবিশ্বাস্য নৈপুণ্যে বিস্মিত কোচ হ্যাভিয়ের মাশচেরানো। তিনি বলেন, '(আমি) অত্যন্ত গর্বিত কারণ, আমার মনে হয় এই কন্ডিশনে খেলা অসম্ভব ছিল। সে মানুষ নয়, আপনারা জানেন। আমি তাই অত্যন্ত গর্বিত কারণ তারা শতভাগ ঢেলে দিয়েছে।'
এদিন মেসিদের খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ১৫ হাজার ১৭৮জন দর্শক। কনকনে শীতে শক্ত এবং পিচ্ছিল হয়ে ওঠা মাঠে দুই দলই শুরুতে ধারাবাহিকতার অভাবে ভুগেছে। ম্যাচের সময় সেখানে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যেখানে বাতাস বইছিল প্রতি ঘণ্টায় ৯ মাইল বেগে। যার ফলে তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছিল।