× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

যার ওপর দায় চাপালেন রিজওয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ পিএম

পরাজয়ের পর ডেথ ওভারে দায়সারা বোলিং আর ফখর জামানের ইনজুরিকে কাঠগড়ায় দাঁড় করালেন রিজওয়ান

পরাজয়ের পর ডেথ ওভারে দায়সারা বোলিং আর ফখর জামানের ইনজুরিকে কাঠগড়ায় দাঁড় করালেন রিজওয়ান

চ্যাম্পিয়নস ট্রফির উদ্‌বোধনী ম্যাচ। ‘বাঁকে বাঁকে উত্তেজনা’ আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। তার মধ্যে লড়াইয়ে ছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচটি হয়েছে পানসে, একপেশে। স্বাগতিকদের টুটি চেয়ে ধরে একপ্রকার জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। আরও স্পষ্ট করে বললেন টম লাথাম ও উইল ইয়াং। দুই ব্যাটারের সেঞ্চুরিতে ৩২০ রানের শক্ত পুঁজি পায় কিউইরা। তা টপকাতে নেমে অসহায় আত্মসমর্পণ মোহাম্মদ রিজওয়ানদের। 

করাচি স্টেডিয়ামে এক পর্যায়ে কিউদের স্কোর ছিল ৩ উইকেটে ১১৩ রান। সেখান থেকেও ৫ উইকেটে ৩২০ রানের পাহাড় গড়ে তারা। যার পেছনে অবদান ওপেনার উইল ইয়াং ও ম্যাচসেরা টম লাথামের। তার পর ফখর জামান ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়ায় পাকিস্তান নিজেদের ব্যাটিং অর্ডারে অদল বদল করতে বাধ্য হয়েছে। ওপেন করতে পারেননি তিনি। সৌদ শাকিল, বাবর আজমের সঙ্গে ওপেন করতে নামলেও মাত্র ৬ রান করতে পেরেছেন।  ফখর চার নম্বরে নেমে করেছেন ২৪। 

পরাজয়ের পর স্বাগতিক অধিনায়ক রিজওয়ান ডেথ ওভারে দায়সারা বোলিং আর ফখর জামানের ইনজুরিকে কাঠগড়ায় দাঁড় করালেন। তিনি বলেছেন, ‘ইয়াং-লাথামের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু তারা দারুণভাবে সেটার জবাব দিয়েছে। সে কারণেই বড় সংগ্রহ পেয়েছে। আমরা দু’বার মোমেন্টাম হারিয়েছি। প্রথমে ডেথে তার পর ব্যাট হাতে পাওয়ার প্লেতে। ৩২০ প্লাস স্কোর থাকলে তখনই মোমেন্টাম নেওয়ার সুযোগ। ফখর জামানকে ওপেনিংয়ে পাওয়াটা আমাদের জন্য ভীষণ জরুরি ছিল। কারণ সবাই জানে পাওয়ার প্লেতে সে কীভাবে ব্যাট করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা