প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৫ এএম
১৫ মার্চের পর জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন হামজা চৌধুরী
২৫ মার্চ এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু হবে ফুটবলারদের। এরপর ৫ মার্চ সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সৌদিতে ১০ দিনের অনুশীলনের পর ঢাকায় ফিরবেন তারা। এরপর ২০ মার্চ ঢাকা থেকে ভারতের শিলংয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
জানা গেছে, ১৫ মার্চের পর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। বাফুফে গতকাল শেফিল্ড ইউনাইটেডকে চিঠি দিয়েছে। সেখানে তারা অনুরোধ করেছে যেন হামজাকে মার্চ উইন্ডোতে ছুটি দেন। একই দিনে বাংলাদেশের প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের আগমন নিয়েও ইতালিয়ান ক্লাবের সঙ্গে আলোচনা করেছে বাফুফে।
ইতালির সিরি-ডি (চতুর্থ স্তর) বিভাগের দল অলবিয়া কালসিওর হয়ে খেলেন ফাহমিদুল। বাংলাদেশ দলের কোচ এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন। এ নিয়ে অলবিয়া কালসিও অভিনন্দন জানিয়েছে।
ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে ইতালিয়ান ভাষায় ফাহমিদুল ও বাংলাদেশ নিয়ে পোস্ট করা হয়েছে। ইতালিয়ান ভাষার বাংলা অনুবাদ অনেকটা এ রকম, ‘ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ দলে ডাকা হয়েছে। তার আমন্ত্রণ আমাদের ক্লাবে এসে পৌঁছেছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এর আগেই তাকে ক্লাব থেকে অবমুক্ত (জাতীয় দলে খেলার জন্য ছাড়করণ) করা হবে।’