প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০ পিএম
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর অংশগ্রহণে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিরোপা জিতেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই-বাংলা নগরের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রস্তুতিতে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের দিয়ে গঠিত রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীরা মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করেন ও সার্বিক সহযোগিতা দেন।
সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, ‘এই জয় শুধুমাত্র একটি ট্রফি নয়, বরং এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য গর্ব ও নিদর্শন। ভবিষ্যতে এই সাফল্য আমাদের তরুণ শিক্ষার্থীদের আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।'
উল্লেখ্য, তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় ১ ডিসেম্বর ২০২৪ মিডিয়া লঞ্চিং ও লোগো উন্মোচনের মাধ্যমে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তারুণ্যের উৎসব উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন। পরবর্তীতে সারাদেশে একযোগে তারুণ্যের উৎসবের কাউন্টডাউন শুরু হয় যা ২৯ ডিসেম্বর মধ্যরাতে শেষ হয়।
তারুণ্যের উৎসবকে সফলভাবে বাস্তবায়ন করতে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ, ২৩টি বিভিন্ন পর্যায়ের দপ্তর ও সংস্থা, একযোগে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮০টি মিশনেও তারুণ্যের উৎসব ব্যাপকভাবে উদযাপিত হয়েছে।