প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২ পিএম
টিভি, রেডিও ও লাইভ টেলিকাস্ট—তিনভাবে উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ। ৮০টি দেশের দর্শক আইসিসির টিভিতে সরাসরি দেখতে পারবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচ। আট জাতির টুর্নামেন্টে ধারাভাষ্যকক্ষেও বসছে তারকার মেলা যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ১৯ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবেন আতাহার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার কণ্ঠ শুনতে পেরেছিলেন দর্শকরা।
ইংরেজি ধারাভাষ্যকারদের তালিকায় আছেন সাবেক অনেক ক্রিকেটারও। টুর্নামেন্টজুড়ে যারা আলোচনা, বিভিন্ন গল্প ও বিশ্লেষণের মাধ্যমে মাতিয়ে রাখবেন টিভি সেটের সামনে বসা দর্শকদের। নাসের হুসাইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপদের মতো জনপ্রিয় ধারাভাষ্যকারদের সঙ্গী হবেন রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কারের মতো বিশ্বকাপজয়ী তারকারা।
আগে থেকেই নিজেদের ধারাভাষ্য দিয়ে পরিচিতি লাভ করা হার্শা ভোগলে, মাইকেল আথারটন, সাইমন ডুলরাও থাকবেন নিজেদের কন্ঠের জাদু নিয়ে। দীনেশ কার্তিক, ডেইল স্টেইন, আতহার আলী খান, শন পোলকদের মতো সাবেক ক্রিকেটারদেরও শোনা যাবে আসরজুড়ে।