প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৪ পিএম
আইসিসির যেকোনো বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে টুর্নামেন্টের নাম, সাল এবং আয়োজক দেশের নাম থাকে। প্রথমে শোনা গিয়েছিল, ভারতীয় দলের জার্সিতে নাকি আয়োজক দেশ পাকিস্তানের নাম থাকবে না! বিষয়টি নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল।
গতকাল সোমবার প্রকাশিত ভারতীয় দলের জার্সিতে দেখা গেছে চ্যাম্পিয়নস ট্রফির লোগো এবং আয়োজক পাকিস্তানের নাম।’ তাতে অবশ্য ভারতের সমর্থকদের তোপের মুখে পড়েছে বিসিসিআই।
জার্সিতে পাকিস্তানের নাম থাকলেও অধিনায়কদের অফিসিয়াল ফটোশ্যুটের জন্য পাকিস্তানে যাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিকে পাকিস্তানের স্টেডিয়ামেও দেখা যায়নি ভারতের পতাকা।
সব মিলিয়ে দুই দেশের বৈরি সম্পর্ক আবারও স্পষ্ট হয়ে উঠেছে। আগামীকাল বুধবার থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।