প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। পেসার লকি ফার্গুসন ডান পায়ের চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে চোট পান ফার্গুসন। এ কারণে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। পরে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও পুরনো চোটই তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন ভেঙে দেয়।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড ফার্গুসনের ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, ‘লকির জন্য সত্যিই খারাপ লাগছে। সে আমাদের বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা তার কাজে লাগত। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
চলতি সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্স ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান। এবার সেই তালিকায় যোগ দিলেন ফার্গুসনও।