× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

মিলানের প্রত্যাবর্তন না ফেইনুর্ডের ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২০ পিএম

মিলানের প্রত্যাবর্তন না ফেইনুর্ডের ইতিহাস

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে বড় ধাক্কাই খায় এসি মিলান। ফেইনুর্ডের কাছে হেরে বসে ১-০ গোলে। দ্বিতীয় তথা ফাইনাল লেগে আজ আবার ডাচ ক্লাবটির মুখোমুখি ইতালিয়ান জায়ান্টরা। প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ (৭ বার) শিরোপাধারীরা ইউরোপেরই জায়ান্ট। তা সত্ত্বেও এই ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে রোজোনারিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে। চ্যাম্পিয়নস লিগে এদিন খেলা আছে আরও চারটি। বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং মোনাকোর মতো দলগুলো মাঠে নামবে। তবে দর্শকদের কাছে বোধ করি এসি মিলান ও ফেইনুর্ডের মধ্যকার ম্যাচটিই বেশি আকর্ষণ করবে।

প্রথম লেগে হেরে এলেও এই ম্যাচে এগিয়ে রাখতে হবে মিলানকেই। সান সিরোতে গড়াবে ম্যাচটি। নিজেদের ঘরের মাঠ ও পরিচিত দর্শকদের সামনে বলেই নয়, সিরি’আ তেও দারুণ ছন্দে আছে দলটি। শিরোপাধারী ইন্টার মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পরের তিন ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সার্জিও কনসেকাওয়ের শিষ্যরা। ভালো ফর্ম এবং ইতিবাচক ফলাফলের ধারাবাহিকতা আরও বাড়িয়ে নিতে মরিয়া এসি মিলান। 

তা ছাড়া সাফল্যমণ্ডিত ইউরোপীয় যাত্রাও অব্যাহত রাখতে চাইবে দলটি। কিন্তু সেই যাত্রায় তাদেরকে পিছিয়ে রাখতে পারে বেশ কয়েকজন খেলোয়াড়ের না থাকা। বিশেষ করে কার্ড সাসপেনশনের কারণে এই ম্যাচে মিডফিল্ডার ইউনূস মুসাহকে পাচ্ছে না মিলান। তার অনুপস্থিতি মাঝমাঠের শক্তি কমিয়ে দেবে, এটি বলাই যায়। তার জায়গায় মাঝমাঠে শুরু করবেন সাবেক ফেইনুর্ড খেলোয়াড় গিমেনেজ।

ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচের আগে কোচ সার্জিও কনসেকাও বলেছেন, ‘আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই। আমাদের ১৫ জনের মতো খেলোয়াড়ের ইনজুরি এবং চ্যাম্পিয়নস লিগ স্কোয়াডে না থাকাটা চিন্তার কারণ। এটার সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। নিজেদের কিছু ভুলের জন্য আমরা রাউন্ড অব-১৬ এ নেই। সেজন্য এখন আমাদের কোয়ালিফাই করতে হচ্ছে, এর দায় আমাদের নিতে হবে।’ 

গিমেনেজ এবং নতুন খেলোয়াড়দের নিয়ে মিলান কোচ আশাবাদী, ‘দলের সঙ্গে তাদের বোঝাপড়ার জন্য, স্বাচ্ছন্দ্যবোধ করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা প্রস্তুত। আমি ভালো করতে চাই, যেমনটা পুরো দল চায়। কোচ হিসেবে ক্লাবের ভক্তদের আস্থা অনুভব করছি। কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবছি না। আমার চিন্তাভাবনা কেবল এই ম্যাচ নিয়ে।’

মিলানের বিপক্ষে এই ম্যাচে অন্তত ড্র করলেও সেটি হবে ফেইনুর্ডের জন্য ইতিহাস। ম্যাচের আগে ফেইনুর্ড কোচ প্যাসকাল বোসকার্ট বলেছেন, ‘এটা অবশ্যই খুব বিশেষ হবে। আমি চাই, দল আকর্ষণীয় ফুটবল খেলুক এবং দলগত হয়ে থাকুক। আমি এমন একটি দল খুঁজে পেয়েছি, যারা এমন কিছু করে দেখাতে আগ্রহী এবং আমরা ভালোভাবে অনুশীলন করেছি। সেখানে যা করেছি তা মাঠে বাস্তবায়নের জন্য প্রস্তুত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা