প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১০ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬ এএম
লা লিগায় ঘরের মাঠে কষ্টার্জিত এক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে হারিয়েছে ১-০ গোলে। তাতেই রিয়ালের কাছে হারানো সিংহাসন উদ্ধার করেছে বার্সা।
সোমবার রায়ো ভায়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কাতালানরা। ২৪ ম্যাচে হানসি ফ্লিকের দলের পয়েন্ট ৫১। রিয়ালের পয়েন্টও সমান ৫১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিংহাসন ছেড়ে দিতে হয়েছে বার্সার হাতে। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ভায়েকানো ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।
রিয়াল ও অ্যাতলেটিকোর ভুল কাজে লাগিয়েই শীর্ষস্থান পুনরায় দখল করেছে বার্সা। গেল সপ্তাহে দুই দলই পয়েন্ট খুইয়েছিল।
বার্সার ঘরের মাঠে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন রবার্ট লেভান্ডোভস্কি। ২৮ মিনিটে পেনাল্টি কিকে গোল করেন পোল্যান্ড তারকা। ভায়োকানোর পাথে সিস বক্সের ভেতরে বার্সার ইনিগো মার্তিনেজকে ফাউল করেন।
বার্সেলোনা বেশি সময় বল দখলে রাখলেও ভায়েকানো ছিল বেশি আক্রমণাত্মক ছিল। ইনজুরি সময়ে জর্জ দে ফ্রুটোস সহজ একটি হেড মিস করেন, যা রায়োকে সমতায় ফিরিয়ে আনতে পারত। শেষ পর্যন্ত স্বাগতিকদের জাল খুঁজে বের করতে পারেনি ভায়োকানো।