× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় অ্যাথলেটিকস

দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন। ছবি : আ. ই. আলীম

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন। ছবি : আ. ই. আলীম

জাতীয় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। এই প্রতিযোগিতায় লড়াইটাও হলো দারুণ। জমে উঠেছিল মোহাম্মদ ইসমাইল সঙ্গে রাকিবুল হোসেনের দ্বৈরথ। তবে শেষ হাসিটা হেসেছেন নৌবাহিনীর ইসমাইল। পল্টনের জাতীয় স্টেডিয়ামে আজ সোমবার দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দেশের দ্রুততম মানব হয়েছেন ইসমাইলই। ইলেকট্রনিক টাইমিংয়ে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। তিন বছর পর তিনি ফিরে পেলেন হারানো মুকুট।


দেশের দ্রুততম মানব ইমরানুর ইসলাম না থাকায় এবারের প্রতিযোগিতায় ফেবারিট ছিলেন ইসমাইলই। পঞ্চমবারের মতো সোনা জিতলেন তিনি। ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন রাকিবুল হোসেন। তৃতীয় সেনাবাহিনীর জুবাইল ইসলাম (১০ দশমিক ৮৯)। দ্রুততম মানবী হয়েছেন স্প্রিন্টের চেনামুখ শিরিন আক্তার। নৌবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১২ দশমিক ০১ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই সুমাইয়া দেওয়ান (১২ দশমিক ১৫ সেকেন্ড)। তৃতীয় বিকেএসপির আজমি খাতুন (১২ দশমিক ৫০ সেকেন্ড)।


 ১৬তম বারের মতো সোনা জিতে দারুণ উচ্ছ্বসিত শিরিন, ‘আবার দেশের দ্রুততমমানব হয়েছি। এটা আসলে খুব সহজ না। সবাই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলেন। যারা আমার সঙ্গে দৌড়েছেন তারা খুবই ভালো স্প্রিন্টার। আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি স্যার সবসময়ই আমাকে সহযোগিতা করেন।’ সাফল্যের পর শিরিন স্মরণ করেছেন বিকেএস্পির ডিজিকে।


এসএ গেমসে সোনা জেতার ইচ্ছার কথা বলতে গিয়ে শিরিন বলেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বিদেশের মাটিতে, বিশেষ করে এসএ গেমসে আমি একটি স্বর্ণপদক উপহার দিতে চাই। জানি না স্বপ্ন পূরণ করতে পারব কি না। তবে যথাসাধ্য চেষ্টা করব। আমার একার পক্ষে সম্ভব না সম্মিলিত প্রচেষ্টা থাকলেই আমি করতে পারব।’


এর আগে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা