প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩১ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩ পিএম
ছবি: বিসিবি
একদিন পরই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস। তার আগে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে করেছেন বিসিবি বোর্ড সভাপতি ফারুক আহমেদ। ঠিক কি কারণে এই বৈঠক, তা পরে গণমাধ্যমকে জানান সাবেক অধিনায়ক রাজিন সালেহ।
তিনি বলেন মূলত বিপিএল এবং যত ঘরোয়া টুর্নামেন্ট আছে তার উন্নতি ইস্যুতে কথা বলেছেন বিসিবি বস। রাজিন সালেহ বলেন, ‘সভাপতির সঙ্গে আমাদের মূলত বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে কীভাবে বিপিএলটা আরও ডেভেলপ করা যায় ও ক্রিকেটের উন্নতি করা যায়, এসব নিয়েই কথা হয়েছে।’
সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও নাইমুর রহমান দুর্জয় না পেলেও বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন বেশ কয়েকজন। তাদের মাঝে ছিলেন—সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল এবং খালেদ মাহমুদ সুজন।
কতজন ছিলেন মিটিংয়ে, উত্তরে রাজিন জানিয়েছেন, ‘৫-৬ জন ছিলাম। মোবাইলে আরও ২-৩ জন ছিলেন। আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব টুর্নামেন্টটা। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওই হিসেবে কথা বলা হয়েছে।’
এছাড়াও ঘরোয়া টুর্নামেন্ট এবং স্কুল ক্রিকেট এগিয়ে নিয়ে যাবার বিষয়েও আলোচনা করা হয়েছে।