× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন না গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২ পিএম

রিয়ালের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন না গার্দিওলা

মহাসংকটে ম্যানচেস্টার সিটি। এই মৌসুমে একের পর এক ট্রফি ছুটে যাচ্ছে। প্রিমিয়ার লিগ জেতার দৌড়েও ধারেকাছে নেই। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদে কাছে হেরে আছে পিছিয়ে সিটিজেনরা। দলও নেই শক্তির জায়গায়, টিকে থাকার ম্যাচটি আবার সান্তিয়াগো বার্নাব্যুতে। এতসব কিছু ভেবে বাস্তবতা শুনিয়েছেন পেপ গার্দিওলা।

আগামী ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মাদ্রিদের মাঠে পিছিয়ে থেকে নামবে সিটি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে রিয়ালের কাছে ৩-২ ব্যবধানে হেরে বসে গার্দিওলার দল। মাদ্রিদের বিপক্ষে এখন কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে সিটিকে। এমন ম্যাচে দলের জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ দেখছেন সিটির বস।

গার্দিওলা বলেন, ‘সবাই জানে বার্নাব্যুতে এই অবস্থা থেকে জয় কতটা কঠিন। আমাদের বড়জোর এক শতাংশ সুযোগ আছে ফলাফল আমাদের পক্ষে আনার।’

তবে আশা হারিয়ে লড়া থামাবেন না গার্দিওলা, সতীর্থদের সেই টোটকাও শুনিয়েছেন, ‘তবে সুযোগ যত কমই হোক না কেন, আমরা সেরাটা দিয়ে চেষ্টা করবো। আগে এমন করতে পেরেছি কিন্তু এবারের মৌসুমে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মৌসুমের পুরোটা আমরা খুবই বাজে খেলেছি।’

সত্যিকার অর্থেই আশার প্রতিদান দিতে পারছে না সিটি। শেষ চারটি প্রিমিয়ার লিগ জেতা দলটি এখন টেবিলের চার নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগে অনেকটা ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে গার্দিওলার শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা