× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তান স্টেডিয়ামে নেই ভারতের পতাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৭ পিএম

অংশগ্রহণকারী ৭ দেশের পতাকা উড়লেও দেখা যাচ্ছে না ভারতের পতাকা

অংশগ্রহণকারী ৭ দেশের পতাকা উড়লেও দেখা যাচ্ছে না ভারতের পতাকা

ভারত-পাকিস্তানের নাটক যেন শেষ হওয়ার নয়। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই এই নাটকের উৎপত্তি। আট জাতির টুর্নামেন্টে রোহিত শর্মাদের খেলা নিয়ে জল ঘোলা করেছিল বিসিসিআই। পরে অবশ্য হাইব্রিড মডেলে রাজি হয় ভারত। ফলে একমাত্র রোহিত শর্মারাই আয়োজক পাকিস্তানে খেলতে যাচ্ছে না। তাদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে।এমনকি আইসিসি টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কেরা আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিলেও রোহিত শর্মা সেখানে যাচ্ছেন না।

ভারতের অনুপস্থিতিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ভিন্ন চিত্র দেখা গেছে। আট জাতির টুর্নামেন্টে সাত দেশের পতাকা থাকলেও নেই ভারতের। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা কথা লেখালিখি হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যায়। ভারতের হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, ভিডিওগুলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের। সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তানের পতাকা আছে। কিন্তু ভারতের তেরঙা পতাকা নেই।

এ নিয়ে হিন্দুস্থান টাইমস আরও লিখেছে, গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখাকে সমর্থকেরা বিসিসিআইয়ের পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা