× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০২ দিন পর নেইমারের গোল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৮ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২ পিএম

দেড় বছর পর গোলের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র

দেড় বছর পর গোলের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র

৫০২ দিন-সময়টা নিঃসন্দেহে দীর্ঘ। যেখানে প্রায় প্রতি ম্যাচে গোলের সাক্ষী হতেন, সেখানে দেড় বছর ধরে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি নেইমার জুনিয়র। এই না পারার ফিরিস্তি অবশ্য লম্বা। ২০২৩ সালের ৩ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি-এই সময়ে অনেক কিছুই ঘটে গেছে ব্রাজিল ফরোয়ার্ডের সঙ্গে। ইনজুরি-ছুরি-কাঁচির নিচে যাওয়া-অপফর্ম, আরও অনেক কিছুই মাড়িয়ে গেছে তাকে। তবে শৈশবের ক্লাব সান্তোসে এসে সবকিছুই ছাপিয়ে গেছেন তিনি।

গতকাল অ্যাগুয়া সান্তার বিপক্ষে গোলের দেখা পেয়েছেন নেইমার। যে গোলটি এসেছে পেনাল্টি থেকে। ম্যাচ ঘড়ির ১২ মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার চেষ্টা করে ফাউলের শিকার হন নেইমার। পরে নিজের আদায় করা পেনাল্টিতে গোল করেন তিনি। আর শেষ পর্যন্ত ম্যাচটি সান্তোস জিতেছে ৩-১ গোলে।  দলকে জিতিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্তাও দিয়েছেন নেইমার। লিখেছেন, ‘একটি গুরুত্বপূর্ণ জয়। দলকে অভিনন্দন। এগিয়ে চলো সান্তোস।’

নেইমার সর্বশেষ গোলটি করেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, আল হিলালের হয়ে। এর পরপরই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েন সাবেক এই বার্সেলোনা তারকা। যা তাকে লম্বা সময়ের জন্য পাঠিয়ে দেয় মাঠের বাইরে। গত অক্টোবরে মাঠে ফিরলেও খেলেছেন মাত্র দুই ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা